বাসস : ১৪ এপ্রিল ২০২১, বুধবার, ১৭:১৩:১০
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালে উঠেছে ফরাসী ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি। দুই লেগে মিলিয়ে শেষ আটের স্কোর ৩-৩। তবে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে শেষ চারে জায়গা করে নেয় পিএসজি। বায়ার্নের মাঠে প্রথম লেগে ৩-২ গোলে জিতেছিল পিএসজি।
প্যারিসে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি করেন বায়ার্নের চুপো মোটিং। প্রথমার্ধের ৪০ মিনিটে ডেভিড আলাবার শট কেইলর নাভাস ফেরালে বল তার হাতে লেগে বাতাসে উঠে যায়। কাছ থেকে হেডে গোলটি করেন ক্যামেরুনের স্ট্রাইকার মোটিং। শেষ পর্যন্ত জয় পেলেও সেমির টিকিট পায়নি বায়ার্ন।
Rent for add