ওয়েবসাইট : ১০ এপ্রিল ২০২১, শনিবার, ৮:৪৪:৩১
‘আমরা এতোগুলো বছর মেসির বিপক্ষে অনেক ভুগেছি। যদি বার্সেলোনা তাকে না পেতো তাহলে হয়তো আমরা আরও অনেক বেশি শিরোপা জিততাম।’ নিজের ডকুমেন্টারি সিরিজ ‘দ্য লিজেন্ড অব সার্জিও রামোসে’ কোনো রাখঢাক না রেখে আফসোস করে এমনটাই বলেছিলেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। অথচ সেই মেসিকে বার্সেলোনাতেই দেখতে চান তাদের কোচ জিনেদিন জিদান।
চলতি মৌসুমের শুরুতেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। কিন্তু ৭০০ মিলিয়ন ইউরোর বিশাল রিলিজ ক্লজের বাঁধায় তাকে আটকে রাখেন তৎকালীন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তবে মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে এ আর্জেন্টাইন তারকার। যদিও নতুন সভাপতি হুয়ান লাপোর্তা আসার পর থেকে আশা বুক বেঁধেছে দলটি। কিন্তু এখন পর্যন্ত চুক্তির কোনো আভাস মিলেনি। তাতে শঙ্কাটা থেকেই যাচ্ছে।
তবে মেসিকে বার্সেলোনাতেই দেখতে চান রিয়াল কোচ জিদান। সেখানে থাকলে বার্সেলোনা ও লা লিগা দুই পক্ষের জন্যই ভালো বলে মনে করেন তিনি। এল ক্লাসিকোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন এ ফরাসি কোচ, ‘তাকে (মেসি) বার্সেলোনাতেই থাকতে দিন। সেটা তাদের জন্য ভালো। এমনকি স্প্যানিশ লিগের জন্যও।’
আগামীকাল শনিবার ক্লাসিকোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বার্সার বিপক্ষে মাঠে নামছে রিয়াল। দারুণ ছন্দে থাকা মেসিকে নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে তাদের। এ আর্জেন্টাইন ভোগাতে পারেন জানলেও তাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই বলে জানান রিয়াল কোচ, ‘আমরা তার সম্পর্কে জানি এবং সে বদলাবে না। আমরা বার্সেলোনার বিপক্ষে খেলতে যাচ্ছি, তার বিরুদ্ধে না। তারা সবাই ভালো আমরা তাদের পুরো দলকে আটকানোর চেষ্টা করব।’
চলতি বছর লা লিগায় অসাধারণ ছন্দে রয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচে লিভারপুলের সঙ্গে দারুণ জয়ে ছন্দে আছে রিয়ালও। তাই ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলেই মনে করেন জিদান, ‘আমাদের একটি কঠিন এবং চাহিদাপূর্ণ ম্যাচ হতে চলেছে তবে আমরা প্রস্তুত। আমরা ভালো খেলছি এবং ইতিবাচক ফলাফল পাচ্ছি। আমাদের রক্ষণভাগেও উন্নতি হয়েছে। আগামীকাল দারুণ একটি ম্যাচ হবে এবং আমরা জিততে চাইব।’
Rent for add