বাসস : ৭ এপ্রিল ২০২১, বুধবার, ১৭:১৩:০৮
এসি মিলানের সাথে আরো এক বছরের জন্য চুক্তিবৃদ্ধির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন সুইডিশ তারকা জ্লাটান ইব্রাহিমোভিচ। স্কাই স্পোর্টস ইতালিয়া এই দাবী জানিয়েছে।
ইব্রাহিমোভিচের বর্তমান চুক্তি মৌসুমের পরে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তার আগে তিনি নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন বলে জোড় গুজব রয়েছে। আগামী সাত থেকে দশদিনের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হবার ইঙ্গিত পাওয়া গেছে।
৩৯ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার পাঁচ বছর অনুপস্থিত থাকার পর আন্তর্জাতিক বিরতিতে সুইডেনের হয়ে মাঠে নেমেছেন। এবারের মৌসুমে সিরি-এ লিগে তিনি মিলানের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে ধরে রেখেছেন।
Rent for add