বাসস : ৩ এপ্রিল ২০২১, শনিবার, ১৩:০৮:০৮
সতীর্থ ওয়েস্টন ম্যাককিনি ও আর্থার মেলোকে নিয়ে একটি পার্টিতে যোগ দিয়ে কোভিড -১৯ আইন ভঙ্গের অপরাধে দু:খ প্রকাশ করেছেন জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা।
ইতালিতে চলমান লকডাউনের মধ্যেও প্রতিবেশীদের নিয়ে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ম্যাককিনির তুরিনের বাসায় আয়োজিত সান্ধ্যকালীণ পার্টিতে যোগ দিয়ে স্থানীয় পুলিশের জরিমানার কবলে পড়েছেন জুভেন্টাসের এই তিন খেলোয়াড়।
পরে ইন্সটাগ্রামে এক পোস্টে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা লিখেছেন, ‘আমি জানি এই মুহূর্তে কোভিড পরিস্থিতিতে পুরো বিশ্ব কি ধরনের কঠিন সময় পার করছে। এই সময়ে আমার এই ধরনের ভুল করা মোটেও উচিত হয়নি। রাতের খাবারের জন্য বাইরে যাওয়াটা আমার ভুল হয়েছে। এটা মূলত সেই ধরনের কোন পার্টি ছিলনা। কিন্তু যেকোন ভাবেই হোক আমি ভুল করেছি এবং সেজন্য আমি ক্ষমাপ্রার্থী।‘
ইনজুরির কারণে এই তিনজনই নিজ নিজ দেশের হয়ে আন্তর্জাতিক বিরতিতে খেলতে পারেননি। এই ভুলের কারণে তিনজনই হয়ত ক্লাব থেকেও শাস্তি পাবেন। যদিও ক্লাব সূত্র নিশ্চিত করেছেন এখনো এ ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।
Rent for add