কোচ জেমিকে জরুরী তলব কাজী সালাউদ্দিনের


নেপালের তিনজাতি ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ছিল বাংলাদেশের। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ফুটবলাররা যাতে দেশকে ট্রফি উপহার দিতে পারে সে জন্য বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন খেলোয়াড়দের জন্য পুরস্কারও ঘোষণা করেছিলেন। কিন্তু ফাইনালে কোচের দল গঠণ ও কৌশল ডুবিয়ে দিয়েছে।

নেপালে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবলের ব্যর্থ হওয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে এবং তার স্বদেশি সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসকে তলব করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

শনিবার দুপুর দেড়টায় দুই ইংলিশ কোচকে বাফুফে ভবনে জরুরভাবে তলব করেছেন। বাংলাদেশ কোচ ফাইনালে অপ্রত্যাশিতভাবে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সমালোচিত হয়েছেন। বাফুফে সভাপতি দলের ফলাফলে ক্ষুব্ধ হয়েছেন।

জেমি ডে শুরু থেকে দলের পরীক্ষার কথা বললেও ফাইনালে ওঠার পর কেন একই পথে হাটলেন তা নিয়ে বাফুফের মধ্যেই আছে চরম ক্ষোভ। কোচ কেন এমন করেছেন-সেই কৈফিয়ত নিতেই বাফুফে সভাপতি দুই ইংলিশকে কোচকে জরুরীভাবে ডেকেছেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent