নিজস্ব প্রতিবেদক : ২৬ মার্চ ২০২১, শুক্রবার, ২২:১৯:০৫
তিন দেশের টুর্নামেন্ট। এ মুহূর্তে সবচেয়ে সুখী বাংলাদেশ। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আয়োজিত এই টুর্নামেন্টে এক ম্যাচ বাকি থাকতেই যে ফাইনালে লাল-সবুজ জার্সিধারীরা!
কিরগিজস্তান অলিম্পিক দলকে ১-০ গোলে হারানো বাংলাদেশ শনিবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে স্বাগতিকদের বিপক্ষে। জেমি ডে’র জন্য এ ম্যাচটি আসলে ফাইনালের রিহার্সেল। ছেলেদের পরীক্ষা করে নেয়া দারুণ সুযোগ।
অন্য দিকে নেপালের টিকে থাকার লড়াই। প্রথম ম্যাচে স্বাগতিকরা গোলশূন্য ড্র করেছে কিরগিজদের সাথে। ২৯ মার্চ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ার সুযোগ দুই দলের সামনেই।
নেপাল ড্র করলেই ফাইনালে উঠে যাবে। কিরগিজস্তান উঠবে জিতলে। নেপাল ২ বা তার বেশি গোলে বাংলাদেশের কাছে হারলেও কিরগিজস্তান ফাইনাল খেলবে।
যদি বাংলাদেশের কাছে নেপাল ১-০ ব্যবধানে হারে? তখন নেপাল ও কিরগিজস্তানের পয়েন্ট সমান (১ পয়েন্ট) হবে। এমন হলে নেপালই এগিয়ে থাকবে ফাইনালমঞ্চের দিকে। কেন? তখন হিসেব হবে কার্ড। দুই ম্যাচ শেষে কোন দল কয়টা কার্ড দেখেছে, তার ওপর নির্ভর করবে ফাইনাল।
নেপালের বিপক্ষে ম্যাচে কিরগিজস্তানের একজন লালকার্ড দেখেছেন। এটা নেপালের জন্য বড় সুবিধা। নেপাল যদি বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারে এবং কেউ লালকার্ড না পায়, তাহলে তখন আর হলুদ কার্ড হিসেবে আনার দরকার পড়বে না। নেপাল উঠে যাবে ফাইনালে।
আর নেপালের কোনো খেলোয়াড় শেষ ম্যাচে লালকার্ড পেলে তখন বিবেচনায় আসবে হলুদ কার্ড। পয়েন্ট, গোল ও কার্ড-সবকিছু সমান হলে টসের মাধ্যমে ফাইনালের দ্বিতীয় দল নির্ধারণ হবে।
Rent for add