রিয়া-ঐশির হাটট্রিক

রিয়া খাতুনের হ্যাটট্রিকের উপর ভর করে বিএফএফ-ইউনিসেফ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্যালেন্ট হান্টে পটুয়াখালীতে মাগুরা জেলা বড় জয় পেয়েছে। মঙ্গলবার তারা ৮-০ গোলে ভোলা জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের রিয়া খাতুন ১১, ১৫ ও ২৪ মিনিটে তিনটি এবং লামিয়া খাতুন, সুরাইয়া খাতুন, সোনিয়া খাতুন, আফরোজা খাতুন ও জয়ন্তী মন্ডল ২৮, ৩১, ৪৪, ৬৫ ও ৭৮ মিনিটে গোল করেন।

এদিকে একই ভেন্যুতে স্বাগতিক পটুয়াখালী জেলা ২-১ গোলে হারিয়েছে পিরোজপুর জেলাকে। বিজয়ী দলের তানহা ৪ মিনিটে গোল করেন এবং ১৩ মিনিটে একটি আত্মঘাতী গোল হয়। অন্যদিকে পিরোজপুরের ফারজানা ৪৭ মিনিটে একটি গোল পরিশোধ করেন।

ব্রাহ্মণবাড়িয়াতে স্বাগতিক ব্রাহ্মণবাড়িয়া জেলার কাছে ৩-০ গোলে হেরেছে সুনামগঞ্জ জেলা। জয়ী দলের অনুশ্রী, কোহিনুর ও নুসরাত যথাক্রমে ৩, ৫ ও ৩০ মিনিটে গোল করেন।

একই ভেন্যুতে ঐশি নাথের হ্যাটট্রিকে বান্দরবান জেলা ৫-০ গোলে ফেনী জেলাকে পরাজিত করে। বান্দরবানের ঐশি নাথ ৭, ২০, ৫৪ ও ৫৭ মিনিটে চারটি এবং মাওচি ৪৭ মিনিটে একটি গোল করেন।

এছাড়া রাজশাহীতে স্বাগতিক সিরাজগঞ্জ জেলা ৩-১ গোলে রাজশাহী জেলাকে পরাজিত করে। সিরাজগঞ্জের এলিজা খাতুন, ফজিলা খাতুন ও তানজিলা খাতুন ৫, ৪৩ ও ৬৮ মিনিটে গোল করেন। অন্যদিকে রাজশাহীর তামিহা ১৪ মিনিটে একটি গোল পরিশোধ করেন।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent