নিজস্ব প্রতিবেদক : ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার, ১৪:৫১:০৬
আর মাত্র তিন ঘন্টা পরেই নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ মঙ্গলবার বাংলাদেশ ও কিরগিজস্তান অলিম্পিক টিম মুখোমুখি হচ্ছে। নেপালের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু হবে।
টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী উদ্বোধনী ম্যাচে ২৩ মার্চ বাংলাদেশ ও কিরগিজস্তান মোকাবিলা করবে। এর পর বাংলাদেশ ২৭ মার্চ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে। তার আগে নেপাল-কিরগিজস্তান ম্যাচটি ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। গ্রুপপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৯ মার্চ ফাইনালে মোকাবিলা করবে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল কিরগিজস্তান অলিম্পিক টিমের বিপক্ষে মাঠে নামার আগে সর্বশেষ সোমবার শেষ মুহূর্তের অনুশীলনে নিজের ভুলক্রুটিগুলো শুধরিয়ে নিয়েছে। একই সাথে এদিন ২৩ সদস্যের স্কোয়াডও ঘোষণা করা হয়েছে।
টুর্নামেন্ট শুরুর একদিন আগে নেপাল পৌঁছেছেন জামাল ভূঁইয়া। তার উপস্থিতি দলকে ভীষণ চাঙা করেছে। জামাল ভূঁইয়া কলকাতা মোহামেডানের হয়ে ইন্ডিয়ান লিগ নিয়ে ব্যস্ত থাকায় নির্দিষ্ট সময়ে দলের সাথে আসতে পারেননি। এর ফলে তিনি টুর্নামেন্ট শুরুর আগের দিন কাঠমান্ডু পৌঁছান।
বাংলাদেশের জন্য আজ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কিরগিজস্তান অলিম্পিক টিমের বিপক্ষে জয় পেলে বাংলাদেশের জন্য ফাইনালের পথ অনেকটাই সহজ হবে। কিন্তু হেরে গেলে টুর্নামেন্টে টিকে থাকাই কঠিন হবে। কেননা পরেই ম্যাচেই স্বাগতিক নেপালের বিপক্ষে লড়তে হবে। যারা ঘরের মাঠে সবসময়ই ফেবারিট। কাজেই কিরগিজস্তানের সাথে বাংলাদেশের জয়টা জরুরিই বটে।
Rent for add