বিশ্বকাপ বাছাইপর্বে বিরূপ প্রভাব

কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আগামী সপ্তাহে শুরু হওয়া ইউরোপ ও অন্যান্য অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে খেলোয়াড়দের আন্তর্জাতিক দায়িত্বে ছাড়তে বেশিরভাগ ক্লাবই আপত্তি জানিয়েছে। যে কারণে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে বিরূপ প্রভাব পড়তে যাচ্ছে।

বৃহস্পতিবার ইন্টার মিলান ঘোষণা দিয়েছে ক্লাবে বেশ কয়েকটি করোনা পজিটিভ কেস ধরা পড়ায় আন্তর্জাতিক সূচিতে তারা কোন খেলোয়াড়কেই ছাড়ছে না।

এদিকে আগামী ২৫ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে অস্ট্রিয়া। জার্মান বুন্দেসলিগার যে সমস্ত ক্লাবে অস্ট্রিয়ান খেলোয়াড় রয়েছে তাদের ছাড়ার সম্ভাবনাও বেশ ক্ষীণ।

ফ্রেঞ্চ লিগ ওয়ান ও লিগ টু ক্লাবগুলো জানিয়ে দিয়েছে কঠোর কোভিড-১৯ কোয়ারেন্টাইন আইনের কারণে ইউরোপীয়ান ইউনিয়নের বাইরে অনুষ্ঠিতব্য কোন ম্যাচের জন্য তারা কোন বিদেশী খেলোয়াড়কে ছাড়বে না। ফ্রেঞ্চ পেশাদার লিগ গতকাল এই ঘোষণা দিয়েছে।

আইনানুযায়ী ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ছাড়তে বাধ্য ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে ফিফা তাদের এই স্বাভাবিক নিয়ম কিছুটা শিথিল করেছে। নতুন কোয়ারেন্টাইন আইন অনুযায়ী কোন খেলোয়াড় যদি প্রভাবিত হয় এবং তাতে ক্লাব ক্ষতিগস্থ হয় তবে উক্ত খেলোয়াড়কে ছাড়া বা না ছাড়ার বিষয়টি সম্পূর্ণ ক্লাবের উপর অর্পণ করা হয়েছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent