নিজস্ব প্রতিবেদক : ২১ মার্চ ২০২১, রবিবার, ৫:১৫:১৬
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯টি ক্লাব ফুটবল দলের অংশগ্রহণে নারী ফুটবল লিগ আগামী ২৭ মার্চ থেকে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম/বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে।
এ লিগ উপলক্ষে প্রথম খেলোয়াড় রেজিস্ট্রেশন কার্যক্রম গত ১০ মার্চ হতে শুরু হয় ২০ মার্চ বাফুফে ভবনে শেষ হয়েছে।
শনিবার শেষ দিনে বাফুফে ভবনে নারী ফুটবল লিগে অংশগ্রহণকারী বসুন্ধরা কিংস, কাচারী পাড়া একাদশ উন্নয়ন সংস্থা, নাসরিন স্পোর্টস একাডেমি, এফসি ব্রাহ্মণবাড়িয়া, কাঁচাঝুলি স্পোর্টিং ক্লাব রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পান্ন করেছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারম্যান ও ফিফার কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তা।
Rent for add