নিজস্ব প্রতিবেদক : ২১ মার্চ ২০২১, রবিবার, ৫:১৫:৩৯
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস উপলক্ষে বাফুফে গঠিত কমিটির প্রথম সভা শনিবার বিকেলে বাফুফে ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভা শেষে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পুরুষ ও নারী দলের ড্র অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আহবায়ক হারুনুর রশিদ, সদস্য মাহফুজা আক্তার কিরন, জাকির হোসেন চৌধুরী, আলহাজ্ব সালেহ জামান সেলিম ও সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আগামী ২৭ মার্চ থেকে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পুরুষ ফুটবল কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এবং আগামী ২৯ মার্চ থেকে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী ফুটবলের খেলা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Rent for add