নারী ফুটবল কমলাপুরে, পুরুষ ফুটবল কুমিল্লায়

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস দুয়ারে কড়া নাড়ছে। আর মাত্র ১১ দিন পরেই বহুল কাঙ্খিত এ গেমসের পর্দা উঠবে। ১-১০ এপ্রিল পর্যন্ত ৩১টি ডিসিপ্লিন নিয়ে হবে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আসর।

তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই গেমসের ফুটবল মাঠে গড়াচ্ছে। ২৭ মার্চ থেকে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পুরুষ ফুটবল শুরু হবে। যা ৯ এপ্রিল শেষ হবে।

এদিকে নারী ফুটবল শুরু হচ্ছে ২৯ মার্চ থেকে। শেষ হবে ৭ এপ্রিল। নারী ফুটবলের খেলা হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ফুটবল ইভেন্ট উপলক্ষে বাফুফে গঠিত উপকমিটির প্রথম সভা আজ ২০ মার্চ বাফুফে ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হবে।

এই উপকমিটির আহবায়ক হারুনুর রশিদ। সদস্যরা হলেন মাহফুজা আক্তার কিরন, জাকির হোসেন, আবদুল ওয়াদুদ পিন্টু, বিজন বড়ুয়া, মো. আরিফ হোসেন মুন, মাহি উদ্দিন আহমদ সেলিম, মো. ইলিয়াস হোসেন, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম ও আলহাজ্ব সালেহ জামান সেলিম।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent