নিজস্ব প্রতিবেদক : ১৯ মার্চ ২০২১, শুক্রবার, ২৩:৫৮:১১
নেপালের কাঠমান্ডুতে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার সকালে প্রথম সেশনে ফুটবলাররা শুধুমাত্র জিম ও সুইমিংপুলের সময় কাটিয়েছেন। এর বিকেলে স্থানীয় আমি স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন। জেমি ডের শিষ্যরা অনুশীলনে এখন শেষ মুহূর্তের ভুলক্রুটিগুলো শুধরিয়ে নিচ্ছেন।
নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষে বৃহস্পতিবার কাঠমান্ডু পৌঁছে জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুতে পা দেয়ার পরপরই নিয়মানুযায়ী খেলোয়াড়ের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়। করোনার পরীক্ষার রিপোর্টে সুখবর মিলেছে। দলের সবাই রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে দারুণ ফুরফুরে মেজাজে রয়েছেন খেলোয়াড়রা।
এদিকে জাতীয় ফুটবল দলের ম্যানেজার ইকবাল হোসেন কাঠমান্ডু থেকে জানিয়েছেন স্থানীয় সময় সকাল সোয়া ১১টার দিকে ইংল্যান্ড থেকে সরাসরি নেপাল পৌঁছেছেন গোলরক্ষক কোচ লেস ক্লিভলি। তিনি আরো জানান কাঠমান্ডুর আবহাওয়া ঢাকার থেকে কিছুটা ঠাণ্ডা হলেও প্র্যাকটিসের জন্য ভাল অবস্থায় আছে। দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ সুস্থ আছেন। ত্রিদেশীয় টুর্নামেন্টে নিজেদের সেরাটা তুলে ধরতে তারা দারুণ আত্মবিশ্বাসী।
লাল-সবুজ জার্সীধারীরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই হিমালয়কন্যার দেশে গেছেন। কিন্তু কোচ জেমি ডে বলছেন আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ভাল করার প্রত্যয়ে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আয়োজিত ত্রিদেশীয় আমন্ত্রণমূলক এ ফুটবল টুর্নামেন্ট ২৩-২৯ মার্চ পর্যন্ত দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী ম্যাচে ২৩ মার্চ বাংলাদেশ ও কিরগিজস্তান মোকাবিলা করবে। এর পর বাংলাদেশ ২৭ মার্চ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে। তার আগে নেপাল-কিরগিজস্তান ম্যাচটি ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। গ্রুপপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৯ মার্চ ফাইনালে মোকাবিলা করবে।
Rent for add