বাফুফে-ইউনিসেফ ট্যালেন্টহান্ট শুক্রবার শুরু

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কমিটি ফর ওমেন্স ফুটবলের ব্যবস্থাপনায় ১৯ মার্চ থেকে পর্যায়ক্রমে দেশের ৭টি আঞ্চলিক ভেন্যুতে বাফুফে-ইউনিসেফ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের (ট্যালেন্টহান্ট) খেলা শুরু হচ্ছে।

বাফুফে-ইউনিসেফ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে বৃহস্পতিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে নানা তথ্য তুলে ধরেন বাফুফে-ইউনিসেফ কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে বাফুফের পক্ষে উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফে এবং এএফসি সদস্য এবং কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বাফুফে সদস্য মো. নুরুল ইসলাম নুরু, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ এবং বাফুফে টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস।

ইউনিসেফের পক্ষে উপস্থিত ছিলেন চাইল্ড প্রটেকশন অফিসার ফাতেমা খায়রুন্নাহার ও কমিউনিয়ন অফিসার সৈয়দ মোখলেসুর রহমান।

ইউনিসেফ ও বাফুফে ১২ থেকে ১৬ বছর বয়সী মেয়েদের দেশব্যাপী ফুটবল প্রতিভা অন্বেষণে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। লৈঙ্গিক পার্থক্যকে চ্যালেঞ্জ জানানো এবং লৈঙ্গিক অসমতা ও শিশুবিয়ের মত সমস্যা, যা শিশু ও সমাজের অনেক ক্ষতি করে সেগুলো মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে খেলাধুলায় অংশ নিতে মেয়েদের উৎসাহ দেওয়া।

বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন বলেন, আমরা এই কর্মসূচি নিয়ে অত্যন্ত গর্বিত। আমরা জানি যে অনেক মেয়ে, বিশেষ করে যারা প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বাস করে তারা সাধারণত খেলাধুলা থেকে বিচ্ছিন্ন থাকে। আমরা আশা করি খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণকে উৎসাহিত করতে এই উদ্যোগ বাবা-মা এবং কমিউনিটিগুলোকে অনুপ্রেরণা দিতে পারবে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent