নিজস্ব প্রতিবেদক : ১৭ মার্চ ২০২১, বুধবার, ২৩:২৩:১১
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি ও মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ১০১তম জন্মবার্ষিকী।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিকালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধুমতি হলে কেক কাটা হয়।
এসময় বাফুফে সভাপতি কাজী মো. সালাহ্উদ্দিন, সহসভাপতি মো. আতাউর রহমান ভূ্ঁইয়া, ফিফা কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরন, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, প্রশিক্ষক, টেকনিক্যাল ডিরেক্টর, বাফুফে কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বাফুফে ভবনে পবিত্র কোরআন খতম এবং বাদ জোহর বাফুফে ভবন সংলগ্ন ঝিলপাড় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। দুপুরে বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়দের নিয়ে বাফুফে ভবনে কেক কাটা হয়।
Rent for add