নিজস্ব প্রতিবেদক : ১৬ মার্চ ২০২১, মঙ্গলবার, ২২:০৬:৪১
নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও কিরগিজস্তান মোকাবিলা করবে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ২৩ মার্চ ম্যাচটি দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এর পর বাংলাদেশ ২৭ মার্চ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে। তার আগে নেপাল-কিরগিজস্তান ম্যাচটি ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। গ্রুপপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৯ মার্চ ফাইনালে মোকাবিলা করবে।
অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আয়োজিত ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ জাতীয় দল ১৮ মার্চ বৃহস্পতিবার কাঠমান্ডু যাবে।টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই হিমালয়কন্যার দেশে যাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা।
Rent for add