জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু

জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ আজ সোমবার থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হয়েছে। এ চ্যাম্পিয়নশিপে ৪২টি দল অংশগ্রহণ করছে।

দিনাজপুর স্টেডিয়ামে ঠাকুরগাঁও ১-০ গোলে লালমনিরহাটকে পরাজিত করে। বিজয়ী দলের সুশিং ২৯ মিনিটে জয়সূচক গোল করেন।

মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফরিদপুর ৫-০ গোলে হারিয়েছে চাঁদপুরকে। ফরিদপুরের উর্মি আক্তার ৯ ও ৫৬ মিনিটে দু’টি, সুমা আক্তার, শাবনুর ও সানজিদা যথাক্রমে ৩, ১১ ও ৩৩ মিনিটে গোল করেন।

খুলনা স্টেডিয়ামে রাজবাড়ীর কাছে ৪-০ গোলে হেরেছে নড়াইল। জয়ী দলের ইতি খাতুন ৫ ও ৭ মিনিটে দু’টি, তানজিলা আক্তার ২৪ ও ৩০ মিনিটে দুটি গোল করেন এবং একটি আত্মঘাতী গোল হয়।

ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নেত্রকোনা ৪-০ গোলে শেরপুরকে পরাজিত করে। নেত্রকোনার ডলি, আয়েশা, শ্রাবণী ও রত্না ২৩, ৪৫, ৫৩ ও ৭৪ মিনিটে গোল করেন।

দিনাজপুর স্টেডিয়ামে পঞ্চগড় ২-১ গোলে নীলফামারীকে হারিয়েছে। পঞ্চগড়ের রিনা ও জাহানারা ৩৬ ও ৬৪ মিনিটে গোল করেন। নীলফামারীর সুমি ২৫ মিনিটে একটি গোল পরিশোধ করেন।

মুন্সীগঞ্জ শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মানিকগঞ্জ ৪-০ গোলে মাদারীপুরকে পরাজিত করে। বিজয়ী দলের বৃষ্টি চৌধুরী হ্যাটট্রিক করেন। তিনি ১৭, ২৫ ও ৪২ মিনিটে এবং পূর্ণিমা ২১ মিনিটে গোল করেন।

 

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent