করোনায় আক্রান্ত ভারতের অধিনায়ক


করোনা ভাইরাসে আক্রান্ত হযেছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তিনি নিজেই ট্যুইট করে এই খবর জানিয়েছেন। টুইটে ছেত্রী লিখেছেন ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমি ঠিক আছি। সুস্থ হয়ে উঠছি। দ্রুত মাঠে ফিরতে পারব।’

বেঙ্গালুরু এফসির হয়ে এবারের আইএসএল এ ভালই পারফরম্যান্স করেছেন সুনীল। তবে তাঁর দল প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। এ মাসের শেষদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। জাতীয় দলের প্রধান কোচ ইগর স্টিম্যাচ ৩৫ জনের যে দল ঘোষণা করেছেন, তাতে সুনীল আছেন। কিন্তু এরই মধ্যে করোনা আক্রান্ত হলেন তিনি। ফলে ভারতের হয়ে তিনি খেলতে পারবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়।

এবারের আইএসএল-এ ২০ ম্যাচে ২২ পয়েন্ট পায় সুনীলের দল বেঙ্গালুরু এফসি। সাত নম্বরে লিগ শেষ করেন তাঁরা। আইএসএল খেলা শুরু করার পর থেকে এটাই বেঙ্গালুরু এফসি-র সবচেয়ে খারাপ পারফরম্যান্স। এবারই প্রথম প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারল না বেঙ্গালুরু।

জাতীয় দলের হয়ে ১১৫ ম্যাচে ৭২ গোল করেছেন সুনীল। তিনিই আন্তর্জাতিক ম্যাচে ভারতের সর্বোচ্চ গোলদাতা। ইস্টবেঙ্গল, মোহনবাগান, বেঙ্গালুরু এফসি ছাড়াও ডেম্পো, চার্চিল ব্রাদার্স, জেসিটি, মুম্বই সিটি এফসি-র হয়ে খেলেছেন তিনি। এছাড়া বিদেশের ক্লাবের হয়েও খেলেছেন এই স্ট্রাইকার। কানসাস সিটি উইজার্ডস এবং স্পোর্টিং লিসবন বি দলের হয়ে খেলেছেন তিনি। প্রাক্তন ফুটবলার ও কোচ সুব্রত ভট্টাচার্য্যর জামাই সুনীল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent