নিজস্ব প্রতিবেদক : ১২ মার্চ ২০২১, শুক্রবার, ৩:০৫:০৪
তৃতীয় বিভাগ ফুটবল লিগে আরাফ স্পোর্টিং ক্লাব ও ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র নিজ নিজ খেলায় জয় লাভ করেছে।
বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।
আরাফ স্পোর্টিং ক্লাব ও রেইনবো অ্যাথলেটিক ক্লাবের মধ্যকার ম্যাচ প্রথমার্ধ গোলশূন্য ছিল। তবে শুভ বসফোর ৫২ মিনিটে জয়সূচক গোল করে আরাফ স্পোর্টিং ক্লাবের জয় নিশ্চিত করেন।
ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র ১-০ গোলে জাবিদ আহসান সোহেল ক্রীড়াচক্রকে পরাজিত করে। বিজয়ী দলের জাকির হোসেন ৮৫ মিনিটে একমাত্র গোলটি করেন।
Rent for add