নিজস্ব প্রতিবেদক : ১০ মার্চ ২০২১, বুধবার, ১৯:৫২:৫৪
ইমনের জোড়া গোলের উপর ভর করে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে কারওয়ান বাজার প্রগতি সংঘ সহজ জয় পেয়েছে। আজ বুধবার তারা ২-০ গোলে স্বাধীনতা ক্রীড়া সংঘকে পরাজিত করে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিজয়ী দল প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয়। তবে বেশ কয়েকবার সম্ভাব্য গোলের উৎস থেকেও সমতায় ফিরতে পারেনি স্বাধীনতা ক্রীড়া সংঘ।
কারওয়ান বাজার প্রগতি সংঘের ইমন ১৫ ও ৩৬ মিনিটে এ দুটি গোল করেন। অবশিষ্ট সময়ে হ্যাটট্রিকের সুযোগ সৃষ্টি হলেও আর কোন গোল বিপক্ষ থেকে আদায় করতে পারেননি।
Rent for add