নারী ফুটবল লিগ ২৭ মার্চ শুরু

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২০২০-২১ মৌসুমের নারী ফুটবল লিগ আগামী ২৭ মার্চ থেকে ১০টি দল নিয়ে শুরু করতে যাচ্ছে। তার আগে দলবদল হবে ১০ থেকে ২০ মার্চ।

বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ রোববার সংবাদ সম্মেলনে বলেন, আসন্ন নারী ফুটবল লিগে অংশগ্রহণের জন্য ১৬টি ক্লাব প্রয়োজনীয় কাগজ-পত্রাদিসহ বাফুফে বরাবর আবেদন করে। তবে কাগজ-পত্রাদি যাচাই-বাছাই করে ৯টি ক্লাবকে চূড়ান্ত করেছে। সেই সাথে অংশ নেবে বাফুফে মহিলা অনূর্ধ্ব-১৭ দল। অর্থাৎ মোট ১০টি দল অংশগ্রহণ করবে।

দলগুলো হচ্ছে বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, নাসরিন স্পোর্টস একাডেমি, কাচারী পাড়া একাদশ উন্নয়ন সংস্থা, কুমিল্লা ইউনাইটেড ক্লাব, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, সদ্যপুষ্করিনী যুব স্পোর্টিং ক্লাব, এফ সি ব্রাহ্মণবাড়িয়া, কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব এবং বাফুফে অনূর্ধ্ব-১৭ দল। লিগের সম্ভাব্য ভেন্যু হচ্ছে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ও কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী
মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাফুফে কার্যনির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বাফুফে সদস্য মো. নুরুল ইসলাম নুরু, বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও বাফুফের কমিটি ফর ওমেন্স ফুটবল সদস্য মো. মঞ্জুর আলম মঞ্জু।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent