নিজস্ব প্রতিবেদক : ৮ মার্চ ২০২১, সোমবার, ২:১৮:৩৮
তৃতীয় বিভাগ ফুটবল লিগে দ্য মুসলিম ইন্সটিটিউট সহজ জয় পেয়েছে। রোববার তারা ৪-১ গোলে টাঙ্গাইল ফুটবল একাডেমিকে পরাজিত করে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিজয়ী দল প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। এর পর দ্বিতীয়ার্ধে পেয়েছে আরো একটি গোল। পক্ষান্তরে এ অর্ধে একটি গোলের দেখা পায় বিজিত দল।
মুসলিম ইন্সটিটিউটের হয়ে নুরুনবী রাকিব ১৪ ও ৪০ মিনিটে, আরিফুল হক ৩৫ মিনিটে ও আলামিন ৮৯ মিনিটে গোল করেন। টাঙ্গাইল ফুটবল একাডেমির হয়ে রিফাত হাসান ৮০ মিনিটে একটি গোল পরিশোধ করেন করেন।
Rent for add