তৃতীয় বিভাগে জিতেছে ওয়াজেদ, রেইনবো ও জাবিদ

তৃতীয় বিভাগ ফুটবল লিগে ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র, জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র ও রেইনবো এথলেটিক ক্লাব জয় পেয়েছে।

আজ শনিবার ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র ৪-৩ গোলে শান্তিনগর ক্লাবকে, জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র ২-০ গোলে আরাফ স্পোর্টিং ক্লাবকে এবং রেইনবো এথলেটিক ক্লাব ২-০ গোলে চকবাজার ইউনাইটেডকে পরাজিত করে। তিনটি ম্যাচই কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র ৪:৩ শান্তিনগর ক্লাব

ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র ৪-৩ গোলে শান্তিনগর ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৩-২ গোলে এগিয়ে ছিল।ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্রের শেখ জুহের আবেদীন ৩৩ মিনিটে, জাকির হোসেন ৩৬ ও ৪০ মিনিটে ও মো. ইয়াহিয়া খান ৬৭ মিনিটে গোল করেন। শান্তিনগর ক্লাবের হয়ে মো. মঞ্জু মিয়া ৬ মিনিটে ও মো. জুয়েল রানা ৮ ও ৬১ মিনিটে গোল করেছেন।

জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র ২:০ আরাফ স্পোর্টিং ক্লাব

জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র ২-০ গোলে হারিয়েছে আরাফ স্পোর্টিং ক্লাবকে। প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। বিজয়ী দলের মো. আশরাফুল হক ৪৮ মিনিট ও মো. মহিউদ্দিন ৮৫ মিনিটে গোল করেন।

রেইনবো এথলেটিক ক্লাব ২:০ চকবাজার ইউনাইটেড

রেইনবো এথলেটিক ক্লাবের কাছে ২-০ গোলে হেরেছে চকবাজার ইউনাইটেড। বিজয়ী দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। রেইনবো এথলেটিক ক্লাবের মো. রাকিব হোসেন ১৭ মিনিটে ও মাসুদ রানা ৯০+৩ মিনিটে গোল করেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent