নিজস্ব প্রতিবেদক : ৩ মার্চ ২০২১, বুধবার, ১৯:৪৮:৩৫
ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টে খুলনা বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপা লড়াইয়ে তারা ১-০ গোলে ময়মনসিংহ বিভাগকে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে।
আজ বুধবার মোহাম্মদপুর সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধে খুলনা বিভাগের রতন আলী জয়সূচক গোল করেন। খেলা শেষে রতনই ম্যাচসেরা হয়েছেন। টুর্নামেন্ট সেরা হয়েছেন একই দলের ডিফেন্ডার আশিক হোসেন।
ফাইনাল শেষে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক এ কে এম মাসুদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক মো. তারিকউজ্জামান।
উল্লেখ্য আটটি বিভাগীয় দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্ট থেকে এবার ৪৮ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। প্রতিভাবান এসব খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করবে ক্রীড়া পরিদপ্তর।
Rent for add