নতুন বেতন কাঠামোয় ক্ষতিগ্রস্থ বার্সা

কোভিড-১৯ মহামারীর শঙ্কা কাটিয়ে নতুন আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে লা লিগার পক্ষ থেকে ক্লাবগুলোর উপর নতুন বেতন কাঠামো বেঁধে দেয়া হয়েছে। সে অনুযায়ী বার্সেলোনা ও এ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের বেতন ৩৫ মিলিয়নেরন বেশি কাটছাঁট করতে হচ্ছে।

বছরের দুটি ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবার পর এ বেতন কাঠামো প্রকাশ করা হয়। এর মাধ্যমে ক্লাবগুলো খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ ও তাদের যুব দলের জন্য কত টাকা ব্যয় করবে তা বেঁধে দেয়া হয়।

গত ১২ মাস যাবত দর্শক মাঠে প্রবেশের অনুমতি না পাওয়ায় লিগ ও ক্লাবগুলো সমানভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। যার প্রভাব ট্রান্সফার মার্কেটেও পড়েছে। পৃষ্ঠপোষকরাও অনেকাংশেই ক্লাবগুলোর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। করোনা মহামারীতে যে বিশাল আর্থিক ক্ষতি ক্লাবগুলোর হয়েছে তার থেকে বেরিয়ে আসা মোটেই সহজ নয়।

নতুন বেতন কাঠামোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে বার্সেলোনা। এর ফলে তাদের ব্যয় অতিরিক্ত ৩৫.৭ মিলিয়ন ইউরো কমিয়ে ৩৪৭ মিলিয়নে নামিয়ে আনতে হবে। নতুন বাজেটের সাথে সামঞ্জস্য রাখতে টেবিলের শীর্ষে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদ ৩৫.৪ মিলিয়ন ইউরো কমিয়ে ২১৭.৩ মিলিয়নে নামিয়ে আনতে হবে।

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ লিগের ২০টি দলের তুলনায় সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে খেলোয়াড়দের। এ খাতে তাদের ব্যয় প্রায় ৪৭৩.৩ মিলিয়ন ইউরো। নতুন বিধিনিষেধে তাদেরও নতুন করে চিন্তা করতে হচ্ছে।

এদিকে আগামী মৌসুমকে সামনে রেখে গ্রানাডা, হুয়েসকা ও সেল্টা ভিগোর মত ক্লাবগুলোকে বিনিয়োগ ব্যয় বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে

Rent for add

সর্বশেষ নিউজ

for rent