বাসস : ২৮ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ২৩:৫৯:৫৫
ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোলেও রক্ষা পেলনা জুভেন্টাস। শনিবার সিরি-এ লিগে হেলাস ভেরোনার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মৌসুমে এটি পর্তুগীজ সুপারস্টারের ১৯তম গোল।
এই ড্রয়ে শীর্ষ দুই স্থানে থাকা দুই মিলান ইন্টার ও এসি মিলানের থেকে যথাক্রমে সাত ও তিন পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানেই রয়েছে জুভেন্টাস। বর্তমান চ্যাম্পিয়নদের থেকে দুই পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে রোমা।
ম্যাচ শেষে জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো বলেছেন, ‘আমরা লিড ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি, যা খুবই হতাশার।’
বেশ কয়েকজন তারকা ডিফেন্ডারকে ছাড়াই শনিবার মাঠে নেমেছিল জুভেন্টাস যার প্রভাব ম্যাচে পড়েছে। লিওনার্দো বনুচ্চি ও গিওর্গিও চিয়েলিনি ইনজুরি ও ডানিলো নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে ছিলেন।
এছাড়াও ইনজুরির কারণে দলে ছিলেন না হুয়ান কুয়াড্রাডো, আর্থার ও পাওলো দিবালা। এদিকে আলভারো মোরাতা ভাইরাল ইনফেকশনের কারনে বিশ্রামে ছিলেন।
পিরলো বলেন, ‘আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব ছিল। যে কারণে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে মাঠে নামাতে বাধ্য হয়েছি। কিছু কিছু বিষয় তারা বুঝে উঠতে পারেনি। রোনাল্ডো ও এ্যালেক্স সান্দ্রোকে বলেছিলাম তাদের সাথে সমন্বয় করে খেলতে, কিন্তু পুরো বিষয়টি বেশ এলোমেলো হয়ে পড়েছিল।’
Rent for add