নিজস্ব প্রতিবেদক : ২৮ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ২৩:২৩:২৪
আটটি বিভাগীয় দল নিয়ে ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট আজ রোববার থেকে মোহাম্মদপুর সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হয়েছে।
উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসলে এমপি। বিশেষ অতিথি ছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন এবং যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক এ কে এম মাসুদুর রহমান।
উদ্বোধনী দিনে জয় পেয়েছে ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও রংপুর বিভাগ। প্রথম ম্যাচে সিলেট বিভাগকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা বিভাগ। দ্বিতীয় ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে টাইব্রেকারে ৪-১ গোলে জয় পেয়েছে খুলনা বিভাগ। নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল। দিনের তৃতীয় ম্যাচেও ভাগ্য নির্ধারণ হয়েছে টাইব্রেকে। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে রাজশাহী বিভাগকে ৪-২ গোলে হারিয়েছে ময়মনসিংহ বিভাগ। দিনের শেষ ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রংপুর বিভাগ।
১ মার্চ সোমবার সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ২টায় প্রথম সেমিফাইনালে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগ এবং দ্বিতীয় সেমিফাইনালে বিকেল ৪টায় ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগ মোকাবিলা করবে।
Rent for add