নিজস্ব প্রতিবেদক : ২৮ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ০:৩১:২৩
খালিদ হাসান মিলনের হ্যাটট্রিকসহ চার গোলের উপর ভর করে আসাদুজ্জামান ফুটবল একাডেমি শনিবার তৃতীয় বিভাগ ফুটবল লিগে গোল উৎসব করেছে। এক তরফার লড়াইয়ে তারা ৬-০ গোলে হারিয়েছে আরাফ স্পোর্টিং ক্লাবকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিজয়ী দল প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল। এর পর দ্বিতীয়ার্ধে দিয়েছে আরো দুই গোল।
আসাদুজ্জামান ফুটবল একাডেমির খালিদ হাসান মিলন ২৫, ২৭, ৪৫ ও ৯০+৩ মিনিটে চারটি গোল করেন। এছাড়া মেহেদি হাসান ও ইয়াসিন আরাফাত যথাক্রমে ৩৭ ও ৮০ মিনিটে একটি করে গোল করেছেন।
আরাফ স্পোর্টিং ক্লাব অবশ্য বেশ কিছু সম্ভাব্য গোলের উৎস খুঁজে পেলেও সেগুলোর সদ্ব্যবহার করতে পারেনি। ফলে বড় পরাজয় নিয়েই তারা মাঠ ছাড়ে।
রেইনবো ০ : ০ শান্তিনগর
এদিকে তৃতীয় বিভাগ ফুটবল লিগের অপর ম্যাচে রেইনবো অ্যাথলেটিক ক্লাব ও শান্তিনগর ক্লাব কেউ কাউকে হারাতে পারেনি।
শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রেইনবো-শান্তিনগর লড়াইটি গোলশূন্য ড্র হয়েছে।
Rent for add