চাকরি নেই সাইফের বেলজিয়ান কোচের


২০১৭ সালের মার্চ থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি। সার্বিয়ান নিকোলা কাভাজভিচ থেকে বেলজিয়ান পল পুট-বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাব বদল করেছে ৮ জন বিদেশি কোচ।

গত মৌসুমে দলটির কোচ ছিলেন ক্রোয়েশিয়ান দ্রাগো মামিচ। গত বছর সেপ্টেম্বরে তাকে বিদায় করে সাইফ উড়িয়ে এনেছিলেন বেলজিয়ামের বিতর্কিত কোচ পল পুটকে। এই কোচের অধীনেই সাইফ প্রথমবারের মতো খেলেছিল ফেডারেশন কাপের ফাইনাল। তারপরও এ কোচের সঙ্গে সম্পর্ক টিকলো না। ৫ মাসের মধ্যেই চাকরি ছাড়তে হলো তাকে।

পল পুটের নেতৃত্বে ১৬ টি ম্যাচ খেলে সাইফ জিতেছে ১০ টি। একুট ড্র করেছে, ৫ ম্যাচ হেরেছে। জয়ের হার ৬২.৫০ শতাংশ। আগে দায়িত্ব পালন করা ৭ বিদেশি কোচের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট হল। তার অধীনে দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছিল সাইফ।

চলমান প্রিমিয়ার লিগে সাইফের ১০ ম্যাচে ৫ জয়, ১ ড্র এবং ৪ হার। সাইফ স্পোর্টিং ক্লাবসূত্রে জানা গেছে, পল পুটের শনিবার ঢাকা ছাড়ার কথা রয়েছে। বেলজিয়ান কোচের বিদায়ে সাইফের দায়িত্বে এখন জাতীয় দলের সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent