নিজস্ব প্রতিবেদক : ২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ১৯:৪৮:১৪
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নোফেল স্পোর্টিং ক্লাব জয় পেয়েছে। শুক্রবার তারা ২-১ গোলে কারওয়ান বাজার প্রগতি সংঘকে পরাজিত করে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৩১ মিনিটে আরিফুলের গোলে নোফেল এগিয়ে যায়। এর পর ৪৬ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন রিফাত। তবে ৭৫ মিনিটে প্রগতি সংঘের আফরোজ একটি গোল পরিশোধ করেন।
২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টায় ওয়ারী ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং সন্ধ্যা ৭টায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও ঢাকা সিটি ফুটবল ক্লাব লিমিটেড মোকাবিলা করবে।
Rent for add