পুলিশ ফুটবল ক্লাবের কাছে হারল আরামবাগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব জয় পেয়েছে। বৃহস্পতিবার তারা ২-১ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে পরাজিত করে।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে বিজয়ী দল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করেছে।

১৪ মিনিটে মো. জামিরউদ্দিনের গোলে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ১-০ গোলে এগিয়ে যায়। এর পর ২৯ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেনফ্রেডরিক পুডা। তবে ৭২ মিনিটে আরামবাগ ক্রীড়া সংঘের নিশাত জামান উচ্ছাস একটি গোল পরিশোধ করেন।

 

 

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent