নিজস্ব প্রতিবেদক : ২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ০:৪৭:৩৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব জয় পেয়েছে। বৃহস্পতিবার তারা ২-১ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে পরাজিত করে।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে বিজয়ী দল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করেছে।
১৪ মিনিটে মো. জামিরউদ্দিনের গোলে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ১-০ গোলে এগিয়ে যায়। এর পর ২৯ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেনফ্রেডরিক পুডা। তবে ৭২ মিনিটে আরামবাগ ক্রীড়া সংঘের নিশাত জামান উচ্ছাস একটি গোল পরিশোধ করেন।
Rent for add