: ২৫ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ২৩:৪৬:৪২
লা লিগায় চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লুইস সুয়ারেজকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বুধবার তিনি এলচের বিপক্ষে ১৭ ও ১৮তম গোল করে ছাড়িয়ে যান সাবেক উরুগুইয়ান সতীর্থকে। মেসির জোড়া গোলে তার ক্লাব বার্সেলোনা ৩-০ গোলে এলচের বিপক্ষে জয়লাভ করে।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে বড় পরাজয়ের পর কাডিজের মাঠে তাদের সঙ্গে ড্র করে বর্সেলোনা। তবে গতকাল ক্যাম্প ন্যুয়ে সহজ এই জয়ের মাধ্যমে হারের ধকল কিছুটা হলেও কাটাতে সক্ষম হল কাতালান জায়ান্টরা।
মেসির দুই গোলের নেপথ্যে ছিল অসাধারণ দুটি যোগান। ফ্রেঙ্কি ডি জংয়ের যোগান থেকে মেসি প্রথম গোল করার পর দ্বিতীয় গোলটি করেছেন মার্টিন ব্রেথওয়েটের দুর্দান্ত ফ্লিক থেকে। জর্ডি আলবার দেয়া তৃতীয় গোলেরও যোগানদার ছিলেন তিনি।
Rent for add