মোহামেডানের মনোনয়নপত্র তুললেন দুই তারকা ফুটবলার

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আসন্ন নির্বাচনে পরিচালক পদে মনোনয়নপত্র কিনেছেন দুই তারকা ফুটবলার। একজন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, অন্যজন তারকা গোলরক্ষক ছাইদ হাছান কানন।

বুধবার ছিল নির্বাচনের মনোয়নপত্র বিক্রির প্রথম দিন। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন কমিশন ১০টি মনোনয়নপত্র বিক্রি করেছে। দুই তারকা ফুটবলার ছাড়াও প্রথম দিন মনোনায়নপত্র কিনেছেন আরো ৮ জন। মনোনয়নপত্র ক্রয় করা ১০ জনের মধ্যে ৫ জন বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য। তারা হলেন- জাকারিয়া পিন্টু, কামরুন নাহার ডানা, হানিফ ভূঁইয়া, সারওয়ার হোসেন ও আবদুর রব মাহবু্ব।

বৃহস্পতিবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় ও শেষ দিনের মনোনয়নপত্র বিক্রি করা হবে। ক্লাবের পরিচালনা পর্ষদের ১টি সভাপতি ও ১৬টি পরিচালক পদের জন্য হবে নির্বাচন।

আগামী ৬ মার্চ হোটেল লা মেরিডিয়ানে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে ভোট। মোহামেডানের এই নির্বাচনে ভোটার ৩৩৭ জন। ১ মার্চের মধ্যে জমা দিতে হবে এসব মনোনয়নপত্র এবং ৩ তারিখ হবে বাছাই ও প্রার্থীতা প্রত্যাহারের প্রক্রিয়া। ৪ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

প্রথম দিন যারা মনোনয়নপত্র ক্রয় করেছেন
জাকারিয়া পিন্টু, ছাইদ হাছান কানন, মাসুদুজ্জামান, হানিফ ভূঁইয়া, তরফদার মোহাম্মদ রুহুল আমিন, আবু হাসান চৌধুরী প্রিন্স, সাজেদ এএ আদেল, কামরুন নাহার ডানা, সারওয়ার হোসেন ও আবদুর রব মাহবুব।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent