নিজস্ব প্রতিবেদক : ২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ১৮:৪১:১১
তৃতীয় বিভাগ ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে টাঙ্গাইল ফুটবল একাডেমি জয় পেয়েছে। আজ বুধবার তারা ২-০ গোলে ফকিরেরপুর সূর্য তরুণ সংঘকে পরাজিত করে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিজয়ী দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। এর পর দ্বিতীয়ার্ধে পেয়েছে আরো একটি গোল।
টাঙ্গাইলের আল আমিন ২৩ ও ৪৭ মিনিটে দুটি গোল করেন। তবে ফকিরেরপুল বেশকিছু সম্ভাব্য গোলের সুযোগ পেয়েও পরিশোধ করতে পারেনি।
মাঠে ম্যাচ গড়ানোর আগে তৃতীয় বিভাগ ফুটবল লিগের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি কাজী মো. সালাহউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ও ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মো. ইমরুল হাসান, সহসভাপতি মো. আতাউর রহমান ভুইয়া মানিক, সদস্য জাকির হোসেন চৌধুরী, মো. নুরুল হক নুরু, ফিফা কাউন্সিল মেম্বার বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, মো. আমের খান, মহিদুর রহমান মিরাজ, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও তৃতীয় বিভাগ ফুটবল লিগ উপকমিটির সদস্য সচিব জাকির হোসেন।
এ বছর লিগে ১৮টি দল দুটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামীকাল ২৫ ফেব্রুয়ারি ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় দিপালী যুব সংঘ ও উত্তরা ফ্রেন্ডস ক্লাব, বেলা ২টায় কল্লোল সংঘ ও নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব, বিকেল ৪টায় দি মুসলিম ইনস্টিটিউট ও লালবাগ স্পোর্টিং ক্লাব এবং সন্ধ্যা ৬টায় কিংষ্টার স্পোর্টিং ক্লাব ও চকবাজার ইউনাইটেড মোকাবিলা করবে।
Rent for add