ফিক্সিং শনাক্তে বাফুফের পাশে এএফসি

ঘরোয়া ফুটবলে পাতানো ম্যাচ নতুন ঘটনা নয়। কিন্তু ‘অনলাইন বেটিং’ বিশ্বফুটবলে ভীষণ পরিচিত। তবে বাংলাদেশে এটি একেবারেই নতুন। বির্তকিত রেফারিংয়ের পর এবার অনলাইন বেটিং নিয়ে বির্তক দেখা দিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৫টি ম্যাচে অনলাইন বেটিং হয়েছে-এমন অভিযোগ উঠার পর তা খতিয়ে দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিক্সিং শনাক্তে পাশে এসে দাঁড়িয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

ফুটবলবাংলাদেশ.কম-কে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, অতীতে পাতানো খেলার অভিযোগ দোষী সনাক্ত করে বাফুফে শাস্তি দিয়েছে। কিন্তু অনলাইন বেটিং আমাদের জন্য পুরোপুরিই নতুন। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে এটা খতিয়ে দেখব।

বাফুফে সাধারণ সম্পাদক আরো জানান, এএফসি জানিয়েছে অনলাইন বেটিং শনাক্ত করতে আমাদের সহযোগিতা করতে প্রস্তুত। প্রয়োজনে আমরা তাদের সহযোগিতা নেব এবং যা যা করনীয় রয়েছে সবই করব। তিনি জানান এএফসি নানাভাবেই বিভিন্ন দেশের ফুটবল শক্তভাবে নজরদারি করে থাকে। তাদের নজরেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেই সন্দেহ এসেছে।

যে ম্যাচগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, সেই ম্যাচের সঙ্গে সম্পৃক্ত দুই ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে চিঠি দিয়ে ব্যাখ্যা চেয়েছিল বাফুফে। দুই ক্লাবই তাদের জবাব দিয়ে বাফুফের কাছে জানতে চেয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো কী?

অনলাইন বেটিং বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে জুয়াড়ি ও খেলোয়াড়দের যোগসাজসে। সেটা সরাসরি হোক কিংবা ক্লাব কর্মকর্তা, কোচ বা অন্য কারো মাধ্যমে। তবে মাঠের সব ঘটনা খেলোয়াড়দের মাধ্যমেই কার্যকর করে জুয়াড়িরা। তবে এএফসির গাইডলাইন ও সহযোগিতা নিয়েই বাফুফে অনলাইন বেটিং শনাক্তের কাজ করবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent