বাসস : ১৮ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ২১:২৩:৪০
পরাজয় দিয়ে জুভেন্টাসের হয়ে নিজ দেশে প্রথম ফুটবল মিশন শেষ করল ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে স্বাগতিক এফসি পোর্তোর কাছে ২-১ গোলে হেরে গেছে ইতালি চ্যাম্পিয়নরা।
এস্তাদিও দো ড্রাগাওয়ে ম্যাচের ২ মিনিটেই ডিফেন্ডার রদ্রিগো বেন্টাকুরের ব্যর্থতার সুযোগে গোল করে পোর্তোকে এগিয়ে দেন তাদের ইরানী স্ট্রাইকার মেহদি তারেমি। বিরতি থেকে ফিরে ৪৬ মিনিটে মালির স্ট্রাইকার মুসা মারেগার গোলে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে যায় স্বাগতিক পোর্তো।
শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে সফরকারী জুভেন্টাসের হয়ে ফেডেরিকো চেইজা একটি গোল পরিশোধ করে জুভেন্টাসের দ্বিতীয় লেগের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছেন। আগামী ৯ মার্চ তুরিনে হবে ফিরতি লেগের ম্যাচটি।
তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা প্রত্যাশী জুভেন্টাসের এ দিনের পারফরম্যান্স ছিল চরম হতাশার। যদিও ২৫ বছরের মধ্যে প্রথমবার এই শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে ইতালীয় জায়ান্টরা।
Rent for add