হাইতির ওয়েডসনের রেকর্ড ভাঙ্গতে পারবেন কি গাম্বিয়ান জোবে?


শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর জোবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে করেছেন ১০ গোল। এর মধ্যে এক ম্যাচে আছে ৪ গোল। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে তিনি করেছিলেন চলমান লিগের প্রথম হ্যাটট্রিক (৪ গোল)।

২২ বছর বয়সী ওমর জোবের উচ্চতা ৬.০৭ ফিট। উচ্চতাকে কাজে লাগিয়ে তিনি ম্যাচের পর ম্যাচ গোল করে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। সর্বশেষ উত্তর বারিধারা ক্লাবের বিরুদ্ধে তিনি ব্যকহিলে বিস্ময়কর এক গোল করে দলকে বাঁচিয়েছেন হার থেকে। তার জোড়া গোল করা ওই ম্যাচ শেখ জামাল ড্র করেিছিল ৩-৩ এ।

ওমর জোবে এবারের লিগে নিজের প্রথম গোলটি করেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে। গোলের খাতা খোলার পরের ম্যাচেই ৪ বার বল পাঠান আরামবাগ ক্রীড়া সংঘের জালে। এর পর থেকে শেখ জামালের জয়ের সারথী হয়ে আছেন এই গাম্বিয়ান। শেখ রাসেলের বিপক্ষে জোড়া ও আবাহনীর বিপক্ষে এক গোলের পর আবার জোড়া গোল করেছেন উত্তর বারিধারার বিপক্ষে।

গাম্বিয়ান এ ফরোয়ার্ডের সামনে এখন হাইতির ওয়েডসনের রেকর্ড ভাঙ্গার হাতছানি। সপ্তম বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামালের জার্সিতেই ২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ওয়েডসন। তিনি ভেঙ্গেছিলেন তৃতীয় বাংলাদেশ লিগে আবাহনীর এনামুল হকের করা ২১ গোলের রেকর্ড।

ওয়েডসনের রেকর্ড ২৬ গোলের পর তার কাছাকাছিও কেউ যেতে পারেননি। এগরতম আসরে শেখ রাসেলের রাফায়েল করতে পেরেছিলেন ২২ গোল।

১৩ দলের বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি দল খেলবে ২৪ টি করে ম্যাচ। ওমর জবের সামনে তাই ওয়েডসনের ২৬ গোলের রেকর্ড টপকানোর সুযোগ আছে। তিনি এর আগে সেনেগালের লিগে খেলে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent