এমবাপ্পের হ্যাটট্রিকে চ্ছিন্নভিন্ন বার্সা

কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক চ্ছিন্নভিন্ন করে দিল স্বাগতিক বার্সেলোনাকে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে ৪-১ গোলে পরাজিত হয়েছে কাতালান ক্লাবটি। অ্যাওয়ে ম্যাচের এ জয়ে আসরের কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে গেল প্যারিস জায়ান্টরা।

ইতোমধ্যে বিশ্বফুটবলের উদীয়মান তারকা হিসেবে খ্যাতি অর্জন করা এমবাপ্পে এদিন ক্যাম্প ন্যুতে একক দক্ষতাই বেশি প্রদর্শন করেছেন। যার মাধ্যমে হাইভোল্টেজ ম্যাচকে একেবারেই একপেশে করে তুলেন তিনি।

২২ বছর বয়সী এ ফরাসির পারফরম্যান্সে ঢাকা পড়ে যায় বার্সেলোনা তারকা লিওনেল মেসির দক্ষতা। এমনকি আর্জেন্টাইন সুপার স্টার পেনাল্টি থেকে গোল করে স্প্যানিশ জায়ান্টদের এগিয়ে দেয়ার পরও কোন আশার আলো দেখা যায়নি বার্সেলোনা শিবিরে।

ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রেখেও আক্রমণে ধার বাড়াতে পারেনি বার্সা। তবুও মেসির কল্যাণে এগিয়ে যায় ২৭তম মিনিটে। পিছিয়ে পড়ার পর আক্রমণের ধার আরো বাড়ায় পিএসজি। একের পর আক্রমণ করে ৩২ মিনিটে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। এরপর ৬৫ মিনিটে ফের গোল করে পিএসজিকে এগিয়ে নেন তিনি।

মাঝে ৭০ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন কিন। আর শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলের বড় জয় নিশ্চিত করেন এমবাপ্পে। পিএসজির জার্সিতে নকআউট পর্বে আগের নয় ম্যাচে মাত্র এক গোল করেছিলেন বিশ্বকাপজয়ী এ ফরাসি তারকা। এবার এক ম্যাচেই করলেন তিনটি গোল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent