গ্রাসরুট কোচিং কোর্স শুরু

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ মঙ্গলবার থেকে পুনরায় নীলফামারী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে (ডিএফএ) নতুন করে গ্রাসরুট কোচিং কোর্স শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ডিএফএ সভাপতি আরিফ হোসেন মুন, ডিএফএ সদস্য মো. আবদুল জব্বার। এছাড়া বাফুফের পক্ষ থেকে কোচ শিক্ষা বিভাগের প্রধান মাহবুব আলম পলো এসময় উপস্থিত ছিলেন।

পাঁচদিনব্যাপী এ কোর্সটি পরিচালনা করবেন বাফুফে কোচ এডুকেটর সুজিত কুমার বন্দ্যোপাধ্যায় ও বাফুফে আঞ্চলিক কোচ শিক্ষিকা মিস মিরোনা।

সাম্প্রতিককালে আয়োজিত গ্রাসরুট কোচিং কোর্সগুলোর ধারাবাহিকতা রক্ষায় এটি চালু করা হয়। তরুণ খেলোয়াড়দের সাথে কীভাবে কাজ করা যায় তার আধুনিক জ্ঞান ও ব্যবহারিক ধারণা এ কোর্সগুলোর মাধ্যমে অর্জন করেছেন শতাধিক কোচ।

গ্রাসরুট ফুটবল কর্মসূচির অংশ হিসাবে আবারও বিভাগগুলোতে বাফুফে দেশব্যাপী উন্নয়ন কাজ শুরু করেছে। গ্রাসরুট কোচদের জন্য কোচিং সম্পর্কিত শিক্ষামূলক কাজ, সহায়তা এবং দিকনির্দেশনা এ কোর্সে দেওয়া হয়। যা পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের উন্নয়নে সহায়তা করবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent