ফিফায় পাঠানো হয়েছে রেফারি জালালের সিদ্ধান্তের ভিডিও


বাংলাদেশি রেফারি জালাল উদ্দিনের যে সিদ্ধান্তে তোলপাড় দেশের ফুটবল অঙ্গন তার ভিডিও ফুটেজ ফিফায় পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যেকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচের ৮৮ মিনিটে রেফারি জালাল উদ্দিন সিদ্ধান্তটি দিয়েছিলেন।

সোমবার বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন,’আমরা এই ভিডিওটা ফিফায় পাঠিয়ে দিয়েছি। এখন তারা মতামত দেবে। ওখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না।’

কিংস ও জামালের ম্যাচের ৮৮ মিনিটে বসুন্ধরা কিংসের জালে বল পাঠিয়েছিলেন শেখ জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে। কিন্তু রেফারি জালাল উদ্দিন জোবের বিরুদ্ধে ফাউলের বাশি বাঁজান। জোবেকে আটকানোর চেষ্টা করা কিংসের ডিফেন্ডার তপু বর্মনকে ফাউল করা হয়েছে বলে সিদ্ধান্তটি দিয়েছিলেন রেফারি।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent