বাসস : ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ১৬:৪৫:৪৮
লিওনেল মেসির জোড়া গোলে আলাভেসকে শনিবার লা লিগায় ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করেছেন বার্সেলোনা। ক্যাম্প ন্যু’তে মেসির দুটি অসাধারণ দূরপাল্লার শটে বার্সার বড় জয় নিশ্চিত হয়।
মেসির হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও আঁতোয়ান গ্রীজম্যানের অফসাইডের কারণে ভিএআর প্রযুক্তি তার তৃতীয় গোলটি বাতিল করে দেয়। আর্জেন্টাইন সুপারস্টার অবশ্য নিজে গোল করেই থেমে থাকেননি। ২১ বছর বয়সী ফ্রান্সিসকো ট্রিনকাওকে দিয়ে এক গোল করিয়েছেন। দলের হয়ে পঞ্চম গোলটি করেছেন জুনিয়র ফিরপো। এর আগে শুরুতে ট্রিনকাওয়ের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা।
ম্যাচের ২৯ মিনিটে ট্রিনকাও বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন। এ গোলের কিছুক্ষণ পরেই গ্রীজম্যানের ফিরতি একটি বল মেসি জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে অবশ্য আর ভুল করেননি মেসি। সার্জিও বাসকুয়েটের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
ইলাইক্সের ভুলে ৫৭ মিনিটে লুইস রিওহা এক গোল পরিশোধ করেন। কিন্তু এর পর ছয় মিনিটে তিন গোলে বার্সেলোনা বড় জয় নিশ্চিত করেন। পেড্রির পাস থেকে মেসি বল পেলেও তার থেকে কোন সাফল্য আদায় করতে পারেননি। তবে এ প্রচেষ্টাটি সফল করেছেন ট্রিনকাও। ৭৫ মিনিটে ২৫ গজ দুর থেকে মেসি ব্যবধান ৪-১’এ নিয়ে যান। ৮০ মিনিটে গ্রীজম্যানের ভলিতে ফিরপো দলের হয়ে পঞ্চম গোলটি করেন।
Rent for add