আরো এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি

টটেনহ্যামকে ৩-০ গোলে হারিয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে আরো এগিয়ে গেল শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। এ জয়ের ফলে তারা দ্বিতীয় স্থানে থাকা লিস্টার সিটি থেকে সাত পয়েন্ট এবং নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আট পয়েন্ট এগিয়ে রয়েছে।

ইত্তিহাদ স্টেডিয়ামে ইন-ফর্ম ইকে গুনডোগান করেছেন দুই গোল। হ্যার কেনের দুর্দান্ত ফ্রি-কিক পোস্টে লেগে ফেরত আসায় শুরুতেই ব্যর্থ হয় সফরকারী টটেনহ্যাম। ডি বক্সের ভিতর পিয়েরে-এমিলে হোবার্গ গুনডোগানকে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। হুগো লোরিসকে পরাস্ত করে ২৩ মিনিটে সিটিকে এগিয়ে দেন রডরিগো। সিটির দ্বিতীয় গোলে লোরিসের ভুল ছিল চোখে পড়ার মত। ৫০ মিনিটে গুনডোগানের বাম পায়েল দূর্বল শট ধরতে গিয়ে পড়ে যান লোরিস। এতেই ব্যবধান দ্বিগুণ হয় সিটির। ৬৬ মিনিটে এডারসনের লম্বা পাস থেকে মধ্যমাঠে বল পেয়ে গুনডোগান দলের জয় নিশ্চিত করেন।

এদিকে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল এগিয়ে থেকেও ৩-১ গোলে লিস্টার সিটির কাছে হেরে গেছে। এ পরাজয়ে শীর্ষ চারে টিকে থাকাই তাদের জন্য এখন কষ্টকর হয়ে পড়ছে।

কিং পাওয়ার স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর মোহাম্মদ সালাহ ৬৭ মিনিটে সফরকারীদের এগিয়ে দেন। কিন্তু স্বাগতিকরা সাত মিনিটে তিন গোল করে লিভারপুলকে হতবাক করে দিয়ে জয় ছিনিয়ে নেয়। ৭৮ মিনিটে জেমস ম্যাডিসনের গোলে সমতা ফেরে লিস্টার। ভিএআর প্রযুক্তি গোলটি নিশ্চিত করে। ৮১ মিনিটে জেমি ভার্দির শট ক্লিয়ার এ্যালিসন ক্লিয়ার করতে ব্যর্থ হলে এগিয়ে যায় লিস্টার। ৮৫ মিনিটে হার্ভি বার্নেসের গোলে লিস্টারের দাপুটে জয় নিশ্চিত হয়। এ পরাজয়ে লিভারপুল শীর্ষে থাকা সিটির তুলনায় ১০ পয়েন্ট পিছিয়ে টেবিলের চতুর্থ স্থানে নেমে গেছে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent