নিজস্ব প্রতিবেদক : ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার, ১০:৩৭:৫৩
সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু-এর আজ (১৪ ফেব্রুয়ারি, ১৯৫৬) জন্মদিন। এই দিনে তিনি রাজশাহীর একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ঘরোয়া ফুটবলে তিনি দুই জনপ্রিয় দল আবাহনী-মোহামেডানে খেললেও সবাই তাকে ব্রাদার্সের ড্রিবলিং মাস্টার বাবলু নামেই বেশি চেনেন।
হাসানুজ্জামান খান বাবলু তার বর্ণাঢ্যময় ফুটবল ক্যারিয়ারে ১৯৭৫ থেকে একটানা ১৯৮২ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন। ফুটবলকে গুডবাই জানানোর পর কোচিং ক্যারিয়ার বেছে নেন। সেখানেও তিনি সফল ছিলেন। ২০০২ সালে তিনি জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন। তার কোচিংয়ে মোহামেডানও চ্যাম্পিয়ন হয়েছে।
একজন সফল ফুটবলার ও একজন সফল কোচের পর হাসানুজ্জামান খান বাবলু একজন দক্ষ সংগঠক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। এক সময় তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। জাতীয় দলের ম্যানেজার হিসেবে তার এসএ গেমস ও সাউথ এশিয়ান বিচ ফুটবলে স্বর্ণজয়ের অভিজ্ঞতা রয়েছে।
হাসানুজ্জামান খান বাবলু তার বর্ণাঢ্যময় ফুটবল ক্যারিয়ারে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে জাতীয় পুরস্কার লাভ করেন।
বর্তমানে হাসানুজ্জামান খান বাবলু সোনালী অতীত ক্লাবের সভাপতি। এ বয়সেও তিনি ফুটবল উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
ফুটবল অন্ত:প্রাণ হাসানুজ্জামান খান বাবলু’র জন্মদিনে ফুটবলবাংলাদেশ.কম পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
Rent for add