বাসস : ১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ১৮:৪০:৫১
নতুন কোচ থমাস টাচেলের অধীনে দারুণভাবে শুরু করা চেলসি জয়ের ধারা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার বার্নসলের বিপক্ষে ১-০ গোলের জয়ী হয়ে তারা এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। একই দিন টুর্নামেন্টের অপর ম্যাচে সাউদাম্পটন ২-০ গোলে উভসকে হারিয়ে জায়গা করে নিয়েছে শেষ আটে।
ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বরখাস্ত হবার পর এ পর্যন্ত টাচেলের অধীনে ৫ ম্যাচের চারটিতেই জয়লাভ করেছে এবং একটিতে ড্র করেছে চেলসি। অবশ্য চ্যাম্পিয়নশিপের দলের বিপক্ষে প্রথমার্ধে একেবারেই বাজে পারফরম্যান্স ছিল চেলসির। শেষ পর্যন্ত ভাগ্য জোরে পরাজয় এড়াতে সক্ষম হয়েছে তারা।
গোলশূন্য প্রথমার্ধ শেষ হবার পর দ্বিতীয়ার্ধে বদলী হিসেবে রিচি জেমসকে মাঠে নামান টাচেল। ডান প্রান্ত দিয়ে তার নিচু ক্রসে বানিয়ে দেয়া বলটিই ৬৪ মিনিটে টোকা মেরে জালে জড়িয়ে দিয়ে মৌসুমে ১২তম গোল পূর্ণ করেন টমি আব্রাহাম।
এদিকে সাউথ কোস্ট ডার্বিতে সাউদাম্পটন ২-০ গোলে হারায় উলভসকে। ম্যাচের ৪৯ মিনিটে ড্যানি ইনস ও ৯০ মিনিটে স্টুয়ার্ট আর্মস্ট্রং গোল করে সাউদাম্পটনকে জয় পাইয়ে দেন। এ জয়ে প্রিমিয়ার লিগে টানা ৫ ম্যাচে হারের চাপ থেকে কিছুটা হলেও মুক্তি পেলেন সাউদাম্পটন কোচ রাল্ফ হাসেনটল। ওই হারের তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৯-০ গোলের বিশাল পরাজয়টিও রয়েছে।
Rent for add