নিজস্ব প্রতিবেদক : ১১ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১৮:২৭:২৯
বাফুফে-ডিএফএ গ্রাসরুট ফেস্টিভ্যাল দেশব্যাপী ধাপে ধাপে এগিয়ে চলেছে। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাফুফে-কুমিল্লা ডিএফএ গ্রাসরুট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ডিএফএ’র সভাপতি আরফানুল হক রিফাত, সাধারণ সম্পাদক মো. বাদল খন্দকার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল এহসান ফারুক রুমেন, বাফুফের প্রশিক্ষক জাহান ই আলম নূরী রাহেল এবং ডিএফএ’র কর্মকর্তা ও প্রাক্তন খেলোয়াড়বৃন্দ।
বাফুফে-কুমিল্লা ডিএফএ গ্রাসরুট ফেস্টিভ্যালে মোট ৩৪৮ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। শিশু-কিশোরদের মধ্যে টি-শার্ট ও খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য বাফুফের দেশব্যাপী গ্রাসরুট ফেস্টিভ্যালের ধারাবাহিকতায় প্রতিমাসে দু একটি করে চলতি বছর ১৭টি জেলায় এবং ২০২১-২০২৩ সালের মধ্যে দেশের প্রতিটি জেলায় ‘বাফুফে-ডিএফএ গ্রাসরুট ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে।
Rent for add