নিজস্ব প্রতিবেদক : ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ২১:৪০:০৩
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৭৫টি ওয়ার্ড নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
নক আউটভিত্তিতে এ প্রতিযোগিতায় ৬৩টি দল ফুটবল এবং ৬৪টি দল ক্রিকেটে অংশ নিচ্ছে।
আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ৫৮ নম্বর ওয়ার্ড জয় পেয়েছে। তারা টাইব্রেকারে ৩-১ গোলে ২ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল।
Rent for add