লাল কার্ডের ম্যাচে জিততে পারেনি কেউ

ঢাকা আবাহনী লিমিটেড দুই দফা এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। তবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দু’বার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ এ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৩ মিনিটে হাইতির কেরভেন্স বেলফোর্টের গোলে ঢাকা আবাহনী (১-০) এগিয়ে যায়। কিন্তু ১৯ মিনিটেই শেখ জামালের সুলায়মান সিল্লাহ দলকে সমতায় (১-১) ফেরান।

তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইয়ে দু’দলই লাল কার্ডের মুখ দেখেছে। রেফারি জেএমসি নয়ন শক্ত হাতে ম্যাচ পরিচালনা করেন। ৩৭ মিনিটে রায়হান-সলোমানের বল দখলের লড়াই থেকে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে সলোমন ও জুয়েল লালকার্ড দেখেন।

এর পর ৪৬ মিনিটে ফ্রান্সিসকো তোরেসের গোলে ফের ঢাকা আবাহনী (২-১) এগিয়ে যায়। ৭২ মিনিটে ওমর জোবের গোলে শেখ জামাল (২-২) সমতায় ফেরে।

উল্লেখ্য ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে শেখ জামাল।

 

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent