নিজস্ব প্রতিবেদক : ৯ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ১৬:৪৩:৪৯
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব জয় দিয়ে শুরু করেছে।
আজ মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ১-০ গোলে অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাবকে পরাজিত করে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৩৩ মিনিটে ওয়ান্ডারার্সের হয়ে জয়সূচক গোল করেন জুয়েল।
বিরতির পর ওয়ান্ডারার্সের সীমানায় বেশ কয়েকবার আক্রমণ শানিয়েও সমতায় ফেরতে পারেনি অগ্রণী ব্যাংক।
আগামীকাল ১০ ফেব্রুয়ারি লিগের একমাত্র ম্যাচে বিকেল ৩টায় ঢাকা সিটি ফুটবল ক্লাব লিমিটেড ও ওয়ারী ক্লাব একে অপরের মোকাবিলা করবে।
Rent for add