শেখ জামালের টানা পাঁচ জয়


বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা ৫ জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়নরা ৪-২ গোলে হারিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।

শেখ জামালের জোড়া গোল করেছেন গাম্বিয়ান ওমর জবে। অন্য দুই গোল গাম্বিয়ার সলোমন কিং ও সুলায়মান সিলাহ। শেখ রাসেলের গোল করেছেন নাইজেরিয়ান অবি মনেকে ও কিরগিজস্তানের বখতিয়ার।

৫ ম্যাচে তাদের ১৫ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা বসুন্ধরা কিংসের পয়েন্ট ১৮। এখন পর্যন্ত এই দুই দলই এগিয়ে চলছে শতভাগ জয় নিয়ে। শেখ রাসেল ক্রীড়া চক্রের এটি প্রথম হার। ৬ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে তারা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent