বাংলাদেশে না আসার পায়তারা আফগানিস্তানের


২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের বিশ্বকাপ বাছাইয়ের যে ম্যাচ আছে তা নির্ধারিত সময়ে না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, আফগানিস্তান করোনাভাইরাসের কারণ দেখিয়ে বাংলাদেশে না আসার পায়তারা করেছে। তারা ম্যাচটি অন্য জায়গায় খেলতে চায়। তাদের এই আসতে না চাওয়ার কথা জানিয়ে দিয়েছে এএফসিকে। বাফুফেকেও দিয়েছে সেই চিঠির কপি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যাচটি সিলেটে আয়োজন করবে বলে জানিয়ে দিয়েছে এএফসিকে। এমন কি ম্যাচটি সন্ধ্যা ৭ টায় হবে তাও জানিয়ে দিয়েছে বাফুফে। কিন্তু হঠাৎ করে আফগানরা বেঁকে বসায় তৈরি হয়েছে নতুন সমস্যা।

এর আগে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো ওমান আয়োজনের প্রস্তাব দিয়েছে তাদের দেশে। বাংলাদেশ অবশ্য রাজি হয়নি এই প্রস্তাবে। তবে এএফসি ইতিমধ্যে কথা বলেছে বাংলাদেশ, ভারত, ওমান, কাতার ও আফগানিস্তানের সঙ্গে। এএফসি পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনো কারণে মার্চের ম্যাচ আয়োজন সম্ভব না হলে জুনের মধ্যে শেষ করতেই হবে।

বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘এএফসিকে যে চিঠি দিয়ে বাংলাদেশে আসবে না বলে জানিয়েছে, ওই চিঠির কপি আমাদেরও দিয়েছে। আমরা এএফসিকে বলেছি, ম্যাচ আয়োজনে বাংলাদেশ প্রস্তুত। নির্ধারিত সময়েই ম্যাচ করা হবে। তবে এএফসি বলেছে- সমস্যা তো আফগানিস্তান। তারা যেতে না চাইলে তো ভাবতে হবে। ৫ দেশের সঙ্গে কথা বলে এখন আগামী সপ্তাহে একটা সিদ্ধান্ত জানিয়ে দেবে এএফসি। মার্চে খেলা আয়োজন করা না গেলে জুনে সেন্ট্রাল ভেন্যুতে বাকি ম্যাচগুলো হবে, সেটাও জানিয়ে দিয়েছে এএফসি।’

বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। যার প্রথমটি হওয়ার কথা ২৫ মার্চ সিলেটে। করোনায় খেলা স্থগিতের আগে চারটি ম্যাচ বাকি ছিল বাংলাদেশের। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর গত ৪ ডিসেম্বর দোহায় গিয়ে কাতারের বিপক্ষে ম্যাচটি খেলেছে। এখন বাকি আফগানিস্তান, ওমান ও ভারতের বিপক্ষে ফিরতি ম্যাচ।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent